আরেকবার ভেবে দেখুন, মোদী সরকার-কে আর্জি উইকিমিডিয়া-গুগল-ফেসবুক'এর

ভারত সরকার গত বছরই ইন্টারমিডিয়েটরি লায়াবিলিটি রুল-এ পরিবর্তনের প্রস্তাব  দিয়েছিল। মূলতঃ বেআইনী তথ্য বা বিষয়বস্তুতে জনগণের অ্যাক্সেসকে আগে থেকে সনাক্তকরণ এবং অপসারণ বা অক্ষম করার কথা মাথায় রেখেই এই পরিবর্তনের প্রস্তাব দিয়েছে মোদী সরকার। এতে করে বহু সংস্থা এবং প্রায় পঞ্চাশ কোটি মানুষের অনলাইনে তথ্যের অ্যাক্সেস-এ প্রভাব পড়বে। এর জন্য মোদী সরকারকে ফের একবার এই পরিবর্তনের প্রস্তাব পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানালো উইকিমিডিয়া ফাউন্ডেশন। গুগল, ফেসবুক-সহ আরও বেশ কিছু নামী সংস্থা আগেই এই প্রস্তাবনায় বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে।

 

/ Updated: Dec 28 2019, 01:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভারত সরকার গত বছরই ইন্টারমিডিয়েটরি লায়াবিলিটি রুল-এ পরিবর্তনের প্রস্তাব  দিয়েছিল। মূলতঃ বেআইনী তথ্য বা বিষয়বস্তুতে জনগণের অ্যাক্সেসকে আগে থেকে সনাক্তকরণ এবং অপসারণ বা অক্ষম করার কথা মাথায় রেখেই এই পরিবর্তনের প্রস্তাব দিয়েছে মোদী সরকার। এতে করে বহু সংস্থা এবং প্রায় পঞ্চাশ কোটি মানুষের অনলাইনে তথ্যের অ্যাক্সেস-এ প্রভাব পড়বে। এর জন্য মোদী সরকারকে ফের একবার এই পরিবর্তনের প্রস্তাব পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানালো উইকিমিডিয়া ফাউন্ডেশন। গুগল, ফেসবুক-সহ আরও বেশ কিছু নামী সংস্থা আগেই এই প্রস্তাবনায় বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে।