৩০ সেকেন্ডে ২২টি জুতোর বাড়ি, যোগী-রাজ্যে রণচন্ডী মহিলা কনস্টেবল, দেখুন
- প্রকাশ্য রাস্তায় জুতো দিয়ে বেধারক মার
- ৩০ সেকেন্ডে ২২ টি জুতোর বাড়ি
- উত্তরপ্রদেশের কানপুরের রণচন্ডি অ্যান্টিরোমিও স্কোয়াড
- প্রকাশ্যেই জবরদস্ত শিক্ষা টিপ্পনিবাজ হেনস্থাকারীকে
প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে জুতো খুলে বেধারক পেটাচ্ছে এক মহিলা কনস্টেবল। ৩০ সেকেন্ডে অন্তত ২২ টি জুতোর বাড়ি। উত্তরপ্রদেশের কানপুরের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে ওই ব্যক্তি এক স্থানীয় স্কুলের রাস্তায় দাঁড়িয়ে থাকত। স্কুলের পথে যাওয়া-আসা করা ছাত্রীদের নানাভাবে হেনস্থা করত। টিকা-টিপ্পনি কাটত। এই খবর গিয়েছিল উত্তরপ্রদেশের অ্য়ান্টি রোমিও স্কোয়াডের কানে। আর তারপরই দেখা গিয়েছে এই দৃশ্য। যা মার খেয়েছে তাতে ওই রোমিও-র রোমিওগিরি চিরতরে ঘুচে যাওয়ার কথা। বাছাধনকে আপাতত ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেছেন, এই ঘটনা সমাজের সব অসামাজিক দুষ্কৃতীদের প্রতি এক বার্তা। মহিলাদের সম্মান না করতে পারলে এরকমই রণচণ্ডী রূপ দেখতে হবে। কাজেই 'সাধু সাবধান'।