এনআইএ-র বিরাট তল্লাশি অভিযান, সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী


দেশজুড়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টর ও স্থানীয় পুলিশের তল্লাশি। এখনও পর্যন্ত দেশের বৃহত্তম তল্লাশি অভিযান বলা যেতেই পারে। কারণ গোটা দেশের ১০টি রাজ্যে একাধিক এলাকায় চলছে এই তল্লিশা অভিযান। কেন্দ্রীয় সংস্থাগুলির টার্গেট পপুলার ফন্ট।

/ Updated: Sep 22 2022, 06:58 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেশজুড়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টর ও স্থানীয় পুলিশের তল্লাশি। এখনও পর্যন্ত দেশের বৃহত্তম তল্লাশি অভিযান বলা যেতেই পারে। কারণ গোটা দেশের ১০টি রাজ্যে একাধিক এলাকায় চলছে এই তল্লাশি অভিযান। কেন্দ্রীয় সংস্থাগুলির টার্গেট পপুলার ফন্ট। এখনও পর্যন্ত পপুলার ফ্রন্টের নেতাকর্মী ও তাদের সঙ্গে যুক্ত সন্দেহে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবাদের জন্য অর্থ সংগ্রহ, প্রশিক্ষণ শিবিরের আয়োজন-সহ একাধিক অভিযোগ এই তল্লাশি অভিযান বলে এনআইএ ও ইডি সূত্রের খবর। অভিযানের ওপর বিশেষ নজর স্বরাষ্ট্র মন্ত্রকের। কলকাতার পার্কসার্কাসেও হানা দেয় তদন্তকারীরা। এই ঘটনার তীব্র নিন্দা করেছে পপুলার ফ্রন্ট নেতৃত্ব। বিরোধী কণ্ঠ স্তব্ধ করার অভিযোগ এনেছে কেন্দ্রের বিরুদ্ধে। পপুলার ফ্রন্টের ওপর এনআই-এর এই তল্লাশি অভিযান নিয়ে রাহুল গান্ধী বলেন সাম্প্রদায়িকতার প্রতি শূন্য সহনশীলতা থাকা উচিত।