সব থেকে কম সময়ে বিশ্বের সর্বোচ্চ ১৪টি শৃঙ্গ জয় প্রাক্তন সেনার, দেখুন ভিডিও

নেপালের প্রাক্তন সেনা তথা পর্বতারোহী  বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। গত আট বছরের মধ্যে নির্মল পুজরা নামের এই পর্বতারোহী সব থেকে কম সময়ের মধ্যে বিশ্বের ১৪টি পর্বত শৃঙ্গ সব থেকে কম সময়ে জয় করেছেন।

/ Updated: Nov 08 2019, 07:49 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নেপালের প্রাক্তন সেনা তথা পর্বতারোহী  বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। গত আট বছরের মধ্যে নির্মল পুজরা নামের এই পর্বতারোহী সব থেকে কম সময়ের মধ্যে বিশ্বের ১৪টি পর্বত শৃঙ্গ সব থেকে কম সময়ে জয় করেছেন। প্রত্যেকটি পর্তশৃঙ্গের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ৮০০ মিটারের বেশি। ২৯ অক্টোবর তিনি বিশ্বর ১৪তম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ শিশাপাঙ্গমা জয় করে অভিযান শেষ করেন।  পুরজা প্রায় ৪০ জন পর্বতারোহীর সঙ্গে এই অভিযান শুরু করেন। মে মাসে তিনি তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চলজঙ্ঘা জয় করেন বলে জানিয়েছেন। তিনি আগে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। এই ১৪টি পর্বতশৃঙ্গ জয় করতে তাঁর ছয় মাসের একটু বেশি সময় লেগেছে।