ক্রমশই জটিল হংকং-এর পরিস্থিতি, চিনের বিরুদ্ধে কার্যত অবরোধ

  • হংকং-এর গণ বিক্ষোভকারীরা কোনওভাই জমি ছাড়তে নারাজ
  • যত দিন যাচ্ছে ততই যেন বাড়ছে বিক্ষোভের পারদ
  • বিমানবন্দরে শুক্রবার প্রবেশ করে চিনা সেনারা
  • মেলবোর্নেও হংকং নিয়ে মিছিলের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়
/ Updated: Aug 17 2019, 09:32 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দিন যত যাচ্ছে ততই যেন গণ বিক্ষোভের পারদ চড়ছে হংকং-এ। এবার এই বিক্ষোভ-প্রতিবাদ হংকং-এর মাটিতে আটকে নেই, বিদেশের মাটিতেও হংকং-এর সমর্থনে মিছিল বের হচ্ছে। মেলবোর্নে শুক্রবার এমনই এক মিছিলে হামলা চালায় চিন-এর পক্ষে সওয়ালকারী একটি মিছিল। দুই গোষ্ঠীর সংঘর্ষ রুখতে পুলিশ লাঠিচার্জও করে। শেষচমেশ কয়েক জন বিক্ষোভকারী-কে গ্রেফতার করে মেলবোর্ন পুলিশ। এদিকে, স্বাধীনতার দাবিতে অনড় হংকং-এর বিক্ষোকারীরা কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন স্থানে অবরোধ চালাচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল হংকং বিমানবন্দর। এতে বহু পর্যটক যাঁদের হংকং যাওয়ার কথা তাঁরা বিপাকে পড়ছেন। আবার যারা হংকং থেকে বেরিয়ে অন্যত্র যাবেন তাঁরাও বিপাকে পড়েছেন। কারণ অবরোধে বিমান চলাচল বন্ধ রয়েছে। শেষমেশ শুক্রবার বিমানবন্দরে ঢুকে পড়ে চিন সেনা-রা।