মোবাইল পেতে হলে করাতে হবে ফেস স্ক্যান, বাধ্যতামূলক হল চিনে
চিনে টেলিকম অপারেটরদের থেকে নতুন মোবাইল ফোন পরিষেবা পেতে এবার থেকে প্রত্যেক গ্রাহককে বাধ্যতামূলক ভাবে ফেস স্ক্যান করাতে হবে।
চিনে টেলিকম অপারেটরদের থেকে নতুন মোবাইল ফোন পরিষেবা পেতে এবার থেকে প্রত্যেক গ্রাহককে বাধ্যতামূলক ভাবে ফেস স্ক্যান করাতে হবে।
একশো কোটি ইন্টারনেট ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে গত সেপ্টেম্বরে চিনে বাধ্যতামূলক ভাবে ফেস স্ক্যানের কথা ঘোষণা করা হয়েছিল এবং চলতি সপ্তাহ থেকেই যা কার্যকর হচ্ছে।
চিনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক নাগরিকদের অনলাইনে বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যার ফলে ব্যবহারকারীকে নিজের প্রকৃত নামেই রেজিস্ট্রেশন করাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন ফোন নম্বর নেওয়ার সময় গ্রাহকের পরিচয় যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উপায়গুলি ব্যবহার করতে পারবে টেলিকম অপারেটররা।
জনসংখ্যা জরিপ করতে চিন ইতমধ্যে এই ফেসিয়াল রেকগনেশন টেকনোলজি ব্যবহার করেছে। এই ধরণের প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বে চিনের স্থান প্রথম কিন্তু সাম্প্রতিক কালে দেশে এর বহুল ব্যবহার বিতর্কের জন্ম দিয়েছে। ফেসিয়াল ভেরিফিকেশন নোটিসকে সমর্থন করা ঘিরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।