এখনও চোখে-মুখে ইউক্রেন থেকে পালানোর আতঙ্ক, পোল্যান্ড থেকে এক্সক্লুসিভ রিপোর্ট

পোল্যান্ডের বুকে এশিয়ানেট নিউজ। যুদ্ধক্ষেত্রের একদম কাছে এশিয়ানেট নিউজ-এর প্রতিনিধি। পোল্যান্ডের শেল্টার হোমে ভারতীয় ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা। কী পরিমাণ আতঙ্কে দিন কাটছে তাদের, বললেন ছাত্র-ছাত্রীরা।
 

/ Updated: Mar 05 2022, 09:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ইউক্রেন থেকে গত কয়েক দিনে বহু ভারতীয়-ছাত্র-ছাত্রী বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এদের অনেকেই অনেক দুর্দশা এবং বিপদ-কে মাথায় করে নিয়ে ইউক্রেনের সীমান্ত দিয়ে রোমানিয়া এবং পোল্যান্ডে ঢুকেছেন। এই সফর তাদের কাছে কতটা ভয়ঙ্কর ছিল, সে কথা তারা তুলে ধরেছেন তাঁদের বিভিন্ন সাক্ষাৎকারে। পোল্যান্ডের সীমান্তে ইউক্রেন যুদ্ধের এক্সক্লুসিভ খবর তুলে দিতে পৌঁছেছে এশিয়ানেট নিউজও। এই এক্সক্লুসিভ রিপোর্টিং-এ এশিয়ানেট নিউজ পৌঁছেছিলো পোল্যান্ডের একটি শেল্টারহোমে। যেখানে ইউক্রেন থেকে চলে আসা ভারতীয় ছাত্র-ছাত্রীদের রাখা হয়েছে। কী পরিমাণ আতঙ্কে দিন কাটছে তাদের, বললেন ছাত্র-ছাত্রীরা। ইউক্রেনের বুকে কীভাবে আতঙ্কের প্রহর কেটেছে? সেই কাহিনি শোনালেন ছাত্র-ছাত্রীরা। পোল্যান্ডের শেল্টার হোমে পৌঁছতে পেরে অনেকটাই নিশ্চিত তারা। এবার দেশে ফেরার অপেক্ষায় তারা, জানালেন এশিয়ানেট নিউজকে। এই শেল্টার হোমেই ভারতীয় ছাত্র-ছাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা হয়েছে। পুরো বিষয়টি তদারকি করছে ওয়ারশ-এ থাকা ভারতীয় দূতাবাস। সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে পোল্যান্ড সরকার ও স্থানীয় প্রশাসন। এখানে ইউক্রেনের জেশো থেকে আসা অনেকেই রয়েছেন। ইউক্রেনের জেশো প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার হামলায়।