Rishi Sunak : ডেলিভারি ম্যান থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর তখতে, জানুন ঋষি সুনকের কাহিনী

ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় এমপি ছিলেন দাদাভাই নওরোজি, এর ১০০ বছর পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর তখতে ভারতীয় বংশোদ্ভূত । এই প্রথম কোনও ভারতবাসীর সন্তান ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে  । ১০ নং ডাউনিং স্ট্রিট এখন পাকা ঠিকানা ঋষি সুনকের । 

/ Updated: Oct 26 2022, 10:09 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় এমপি ছিলেন দাদাভাই নওরোজি | এর ১০০ বছর পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর তখতে ভারতীয় বংশোদ্ভূত | এই প্রথম কোনও ভারতবাসীর সন্তান ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে  | ১০ নং ডাউনিং স্ট্রিট এখন পাকা ঠিকানা ঋষি সুনকের | ৪২ বছরের ঋষি ব্রিটিনের ৫৭ তম প্রধানমন্ত্রী হয়েছেন | সাউদাম্পটনে জন্ম ঋষি-র প্রথম পেশা ছিল ডেলিভারি ম্যানের | সাইকেলে করে বাড়ি বাড়ি প্রেসক্রিপশন পৌঁছে দিতেন ঋষি | পরবর্তী সময়ে অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ডের প্রাক্তনি ঋষি  | ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক | ঋষি ও তাঁর স্ত্রী অক্ষতার মিলিত সম্পদের পরিমাণ ৭৩ কোটি পাউন্ড | রাজনীতিতে আসার আগে ইনভেস্টার ব্যাঙ্কার হিসাবে কাজ করতেন | ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির রিচমন্ড এলাকার এমপি ঋষি | ঋষি-র পূর্বপুরুষরা গুজরানওয়ালার পঞ্জাবী ক্ষত্রী সম্প্রদায়ের মানুষ | গুজরানওয়ালা বর্তমানে পাকিস্তানে অবস্থিত | ১৯৩৫ সালে ঋষির ঠাকুরদা রামদাস গুজরানওয়ালা ছেড়ে নাইরোবি চলে যান | পরে ঋষির ঠাকুরদা ও ঠাকুরমা পাকাপাকিভাবে ব্রিটিনে চলে যান | ঋষি সুনককে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | 

Read more Articles on