শিখ কমিউনিটির উদ্যোগে কানাডায় খালিস্তানিদের বিরুদ্ধে জয় হিন্দ মিছিল

  • খালিস্তানিদের বিরুদ্ধে কানাডায় ভারতীয়দের মিছিল
  • গাড়ি নিয়ে মিছিল প্রবাসী ভারতীয়দের 
  • শিখ কমিউনিটির উদ্যোগে এই মিছিল হয়
  • গাড়িতে লাগানো হয় ভারতের জাতীয় পতাকা

/ Updated: Feb 06 2021, 08:42 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কৃষি বিক্ষোভকে সমর্থন করার নামে খালিস্তানি ষড়যন্ত্রের বিরুদ্ধে এবার সোচ্চার কানাডার শিখরা। তাঁরা গাড়ি নিয়ে এবার মিছিল করে ভারতের প্রতি তাঁদের দেশপ্রেমকে প্রদর্শিত করল। প্রায় কিলোমিটার ব্যাপি এই মিছিলের ভিডিও ইতিমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অসংখ্য কানাডাপ্রবাসী ভারতীয় শিখ এই ভিডিও টুইট করে ভারতের অখণ্ডতার প্রতি তাঁদের দায়বদ্ধতাকে স্মরণ করিয়েছেন। এমনকী, কোনও শিখ যে খালিস্তানের পক্ষে নয় তাও তাঁরা উল্লেখ করেছেন এই টুইটে। পরিস্কারভাবে খালিস্তানি আন্দোলনের বিরোধিতা করে বিশ্বজুড়ে ভারতীয়দের একজোট হওয়ার আহ্বানও জানানো হয়েছে এই টুইটগুলিতে। ভিডিও-তে দেখা গিয়েছে তুষারাবৃত রাস্তা উপর দিয়ে ভারতের জাতীয় পতাকা জড়িয়ে নিয়ে মিছিল বের করেছেন কিছু মানুষ। সম্প্রতি পপ সিঙ্গার রিহানা এবং পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুর্নবার্গ কৃষি বিক্ষোভকে সমর্থন জানিয়ে ভারত সরকারের সমালোচনা করেন। এরপর থেকেই কৃষি বিক্ষোভকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে খালিস্তানিপন্থীরা। অপারেশন ব্লুস্টার-এর প্রায় মাঝা ভেঙে গিয়েছিল খালিস্তানি আন্দোলনের। ভারত সরকারের কড়া পদক্ষেপে খালিস্তানি আন্দোলন এবং ভারতকে টুকরো করার আরও এক ষড়যন্ত্রকে তিন দশক আগেই উৎপাটিত করে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু, ভারতীয় গোয়েন্দা বিভাগগুলি ইনটেলিজেন্স ইনপুট অনুযায়ী কৃষি বিক্ষোভকে কেন্দ্র করে ফের সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে খালিস্তানিরা। এমনকী রিহানার সঙ্গে এক সক্রিয়া খালিস্তানি নেতার যোগাযোগ থাকার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ, কৃষি বিক্ষোভের সমর্থনে টুইট করতে এবং ভারত সরকারের সমালোচনা করতে রিহানা নাকি ওই খালিস্তানি নেতার কাছ থেকে ১৮ কোটি টাকার ফি-স নিয়েছেন। এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেউ তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। এমন এক পরিস্থিতিতে কানাডায় বসবাসকারী শিখদের দেশের প্রতি প্রেমকে সামনে এনে প্রতিবাদ মিছিল ভারতের ঐক্য এবং সংঘবদ্ধতাকে বিশ্বের সামনে আরও একবার তুলে ধরল বলেই মনে করা হচ্ছে।