'তদন্তটাই ঠিকঠাক হল না', আর জি কর কাণ্ডের রায়দানে আক্ষেপ অধীর রঞ্জন চৌধুরী

শেষমেশ আর জি কর কাণ্ডে আজীবন কারাদণ্ডের সাজা পেলেন সঞ্জয় রায়। এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী জানান 'তদন্তটাই ঠিকঠাক হল না'।

/ Updated: Jan 20 2025, 09:24 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শেষমেশ আর জি কর কাণ্ডে আজীবন কারাদণ্ডের সাজা পেলেন সঞ্জয় রায়। এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী জানান 'তদন্তটাই ঠিকঠাক হল না'। তিনি আরও জানান তিনি মনে করেন শুধু একা সঞ্জয় নয় এর পিছনে আরও অনেক আছে। এছাড়াও সৌম্য আইচ রায়ও জানায় গাফিলতি রয়েছে তদন্ত পক্রিয়ায়।