গজগামিনী চালে মাত হলেন দর্শকরা, অভিনব বিউটি কনটেস্ট নেপালে
সৌন্দর্য প্রতিযোগিতা কথাটির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। সুস্মিতা সেনা, ঐশ্বর্য রাইরা বিউটি কনটেস্ট জিতেই বলিউডে পা রেখেছেন তাও আমাদের অজানা নয়। কিন্তু এই বিজটি পেজেন্ট একটু আলাদা। নেপালে বসেছিল হাতিদের বিউটি পেজেন্ট।
সৌন্দর্য প্রতিযোগিতা কথাটির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। সুস্মিতা সেনা, ঐশ্বর্য রাইরা বিউটি কনটেস্ট জিতেই বলিউডে পা রেখেছেন তাও আমাদের অজানা নয়। কিন্তু এই বিজটি পেজেন্ট একটু আলাদা। নেপালে বসেছিল হাতিদের বিউটি পেজেন্ট। তবে এই প্রথম নয়। এর আগেও গজপতিদের সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন হয়েছে ভারতের অন্যতম প্রতিবেশী এই দেশে। এবার ছিল তার ষোলতম বছর। এবছর পাঁচটি সুসজ্জিত হাতি অংশ নিয়েছিল প্রতিযোগিতায়। যাদের দেখতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এসেছিলেন বহু পর্যটকও। হাতিদের চালচলন, তাদের নিয়মানুবর্তিতা সবকিছু দেখেই তিনজন বিচারক বেছে নেন সেরা প্রতিযোগীকে। বিজয়ীর জন্য ছিল পুরস্কারও। পেটভরে আখ, কলা, পেঁপে রাখা হয়েছিল। প্রতিযোগিতার শেষে উৎসাহী পর্যটকরা ভিড় করেন বিউটি কনটেস্ট অংশ গ্রহণকারী হাতিদের সঙ্গে ছবি তুলতে।