কেন যুদ্ধ বাঁধল রাশিয়া-ইউক্রেনের মধ্যে, জেনে নিন যুদ্ধের ১০ টি সাম্ভাব্য কারণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দামামা বেজে গিয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে (Ukraine) একটি বিশেষ সামরিক অভিযানের কথা ঘোষণা করেছেন। কিন্তু কেন এই যুদ্ধের আবহ তৈরি হল, এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ।
 

/ Updated: Feb 24 2022, 08:43 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দামামা বেজে গিয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে (Ukraine) একটি বিশেষ সামরিক অভিযানের কথা ঘোষণা করেছেন। কিন্তু কেন এই যুদ্ধের আবহ তৈরি হল, এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা অব্যাহত ছিল। ২০২১ সালে ক্ষুব্ধ রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা পাঠাতে শুরু করে। ভ্লাদিমির পুতিনের মতে, এটি কখনই একটি সঠিক রাষ্ট্র ছিল না। এর আগে ২০১৪ সালেও ইউক্রেনকে আক্রমন করেছিল রাশিয়া। ইউক্রেনের রাশিয়ার সঙ্গে গভীর সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ২০১৪ সালে রাশিয়াপন্থী রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। সেই সময় তখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছিল। সশস্ত্র সংঘাত থামাতে মিনস্ক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল রাশিয়া-ইউক্রেন। যে সব অঞ্চলে সংঘর্ষ চলছে সেখানে শান্তি ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। কিছুদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন উড়ে গিয়েছিলেন মস্কোতে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করে তাঁকে কিছুটা চাপমুক্ত করার উদ্দেশ্যেই পুতিনের কাছে গিয়েছিলেন ম্যাক্রন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বর্তমানে যে সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য কূটনৈতিক উপায় বের করার আহ্বান জানিয়েছে ভারত।