পোল্যান্ড ইউক্রেনের প্রতিবেশী, জানালেন ইমানুয়েল
এশিয়ানেট নিউজের মুখোমুখি পোল্যান্ডের এনআরআই ইমানুয়েল। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি কেমন, জানালেন তিনি। অতঙ্কে ইউক্রেন ছেড়েছে অধিকাংশ মানুষ । পোল্যান্ডে ভিড় জমিয়েছেন তাঁরা। এই নিয়েই এশিয়ানেট মুথোমুখি ইমানুয়েল। অবশেষে পোল্যান্ডে অনেকটাই কমছে ভিড়।
এশিয়ানেট নিউজের মুখোমুখি পোল্যান্ডের (Poland) এনআরআই ইমানুয়েল। ইউক্রেনের (Ukraine) বর্তমান পরিস্থিতি কেমন, জানালেন তিনি। অতঙ্কে ইউক্রেন ছেড়েছে অধিকাংশ মানুষ । পোল্যান্ডে ভিড় জমিয়েছেন তাঁরা। এই নিয়েই এশিয়ানেট মুথোমুখি ইমানুয়েল। অবশেষে পোল্যান্ডে অনেকটাই কমছে ভিড়। পোল্যান্ড ইউক্রেনের প্রতিবেশী, জানালেন তিনি। ইউক্রেন পোল্যান্ডের বর্ডারে অসংখ্য মানুষ রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভাব যুদ্ধ বন্ধ করার কথা বললেন তিনি। অর্থনীতির ওপর বড় প্রভাব পড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে এই প্রসঙ্গে মালটি গলি জানিয়েছেন, 'এটা রাশিয়ার নয় পুতিনের যুদ্ধ'। যেভাবে হোক পুতিনকে থামাতেই হবে, জানালেন তিনি। 'নাটো-কে এই যুদ্ধ থেকে দূরে রাখাই ভালো', জানালেন তিনি। 'নাটো এর মধ্যে থাকলে আরও ভয়াবহ চেহারা নেবে এই যুদ্ধ'। 'আগের থেকে ইউক্রেনের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক'। 'যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধ হওয়াটা প্রয়োজন'। ইউক্রেনের অর্থনীতিও ভেঙে পড়ছে বলে জানালেন তিনি।