Srilanka Crisis: পদত্যাগ করেছেন রাজাপক্ষে, খবর পেয়ে আনন্দ উৎসবে মাতল বিক্ষোভকারীরা

গণবিক্ষোভ বিধ্বস্ত শ্রীলঙ্কা, গ্রাউন্ড জিরো থেকে সরাসরি। কলম্বোর বুকে টিম এশিয়ানেট নিউজ-এর প্রতিনিধিরা। সরাসরি রিপোর্ট করছেন মণু শঙ্কর এবং চিত্র সাংবাদিক অক্ষয়। রাজাপক্ষের পদত্যাগে এখন খুশির উল্লাস বিক্ষোভকারীদের মধ্যে। বৃহস্পতিবার রাতে রাজাপক্ষ প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। ইস্তফার মুহূর্তে সপরিবারে মলদ্বীপেই ছিলেন রাজাপক্ষে। রাজাপক্ষের ইস্তফার খবর শ্রীলঙ্কার পৌঁছতেই শুরু হয় সেলিব্রেশন। প্রতিবাদ মঞ্চের উপরেই বিক্ষোভকারীদের নেতারা চিৎকার করতে থাকেন। রাজাপক্ষের পদত্যাগের জন্য বারবার দাবি জানিয়ে এসেছে শ্রীলঙ্কার মানুষ। এমনকি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘেরও পদত্যাগ তারা দাবি করেছে। দ্বীপরাষ্ট্রে এক নির্ভরযোগ্য ও উন্নয়নকামী সরকার চায় শ্রীলঙ্কাবাসী। 

/ Updated: Jul 15 2022, 06:00 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষে পদত্যাগ করলেন।ইতিমধ্যে সেই পদত্যাগে একটি চিঠি জমা দিয়েছেন তিনি। শুক্রবার দুটি সরকারী সূত্র জানিয়েছে, তার দেশের অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পরে তিনি সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার পরে পদত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে রাজাপাকসে পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগের চিঠি ইমেল করেছেন, দুটি সূত্র জানিয়েছে। রাজাপাকসে সিঙ্গাপুরে আসার পরপরই পাঠানো চিঠিটি ইমেল আকারে গ্রহণ করা হবে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, সূত্র যোগ করেছে। বাণিজ্যিক রাজধানী কলম্বোতে, সৈন্যরা কারফিউ বলবৎ করার জন্য রাস্তায় টহল দিয়েছে। রাজাপক্ষের ইস্তফার খবর শ্রীলঙ্কার পৌঁছতেই শুরু হয় সেলিব্রেশন। প্রতিবাদ মঞ্চের উপরেই বিক্ষোভকারীদের নেতারা চিৎকার করতে থাকেন। রাজাপক্ষের পদত্যাগের জন্য বারবার দাবি জানিয়ে এসেছে শ্রীলঙ্কার মানুষ। এমনকি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘেরও পদত্যাগ তারা দাবি করেছে। দ্বীপরাষ্ট্রে এক নির্ভরযোগ্য ও উন্নয়নকামী সরকার চায় শ্রীলঙ্কাবাসী।