বাড়ল চিনের অস্বস্তি, বিতর্কসভার আগেই রাষ্ট্রসংঘে বিক্ষোভ তিব্বতী ও উইঘুরদের, দেখুন ভিডিও
রাষ্ট্রসংঘের সাধারণ সভার সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন তিব্বতী ও উইঘুররা। চিনের অত্যাচারের বিরুদ্ধে পোস্টার-ব্যানার তুলে ধরা হচ্ছে। দীর্ঘদিন ধরেই চিনের বিরুদ্ধে এই দুই সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। তিব্বতী ও উইঘুরদের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই চিনের অস্বস্তি বাড়ল।
গত ১৭ সেপ্টেম্বর থেকে চলছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠক। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের বিতর্কসভা। তার আগেই চিনের অস্বস্তি বাড়াল তিব্বতী ও উইঘুররা। চিনের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তারা তিব্বতীদের জাতীয় পরিচয় কেড়ে নেওয়ার চেষ্টা করছে। স্বায়ত্বশাসনে থাকা তিব্বতেও ইচ্ছামতো চিন সরকার ধরপাকর চালায়। আবার একই ভাবে মুসলিম উইঘুরদের ধর্ম পালনের উপরও বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে চিন সরকার। এমনকী মুসলিম ধর্মকে মানসিক রোগ হিসেবেও দেখে তারা। এই দুই জাতিকেই বন্দি শিবিরে আটক করে অমানবিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এইবার চিনের সেই অত্যাচারের কাহিনি বিশ্বের সামনে তুলে ধরতে রাষ্ট্রসংঘে পৌঁছে গেলেন তারা। জেনেভায় রাষ্ট্রসংঘের জনারেল অ্যাসেম্বলির সামনেই নিজেদের পতাকা ও চিন বিরোধী পোস্টার-ব্যানার তুলে ধরে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিতর্ক সভায় এই নিয়ে চিনের বিরুদ্ধে সরব হতে পারে বাকি সদস্য দেশগুলি।