এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর, দেখে নিন এক নজরে

  • এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
  • আমেরিকা থেকে বাংলাদেশ কোথায় কি হচ্ছে 
  • নজরে এখন গোটা বিশ্ব
  • দেখে নিন এক নজরে বিশ্বের কিছু বড় খবর  
/ Updated: Nov 11 2020, 01:57 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আমেরিকায় নতুন করে করোনা আক্রান্ত ২ লক্ষ ছাড়াল। ২৪ ঘন্টার মধ্যেই সেখানে এত সংখ্যক মানুষে আক্রান্ত হয়েছে। আমেরিকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। সেখানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০,৩৯,৫৮৮ জনের। চিন এখনও বাইডেনকে প্রসিডেন্ট হিসেবে মানতে নারাজ। এমনকি তাঁকে এখনও অভিনন্দনও জানায়নি চিন। চিনা বিদেশ মন্ত্রকের মুখপত্র জানিয়েছেন, ভোটের ফল এখনও নির্ধারিত হয়নি। আর সেই কারণেই বাইডেনকে সরকারি ভাবে অভিনন্দন জানায়নি চিন। রাশিয়ায় রক্তবর্ণ নদীর জল, যা থেকে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। নদির নীল জলের বদলে সেখানে দেখা যাচ্ছে লাল জল। ইতিমধ্যেই এই নদীর জলের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণ রাশিয়ার এই নদীটির নাম ইসকিটিমকা। এই নদীর জলের রঙই এখন লাল। তবে কি কারণে রাতারাতি নদীর জলের নীল রঙ বদলে হল লাল তা এখনও সঠিক ভাবে বোঝা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে কোনওরকম রাসায়নিকের মিশেই জলের এই রঙ হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জলের এই লাল রঙের পিছনের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। জেদের কাছে বয়স যে কোনও বাধাই নয় তা আরও একবার প্রমাণ করলেন ৭৩ বছরের রওশন আলী। বাংলাদেশের এই প্রৌঢ় প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাকোত্তর পাশ করে এক নজির গড়লেন। উচ্চশিক্ষার আগ্রহ থেকে ২০১৭ সালে তিনি ভর্তি হন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সমাজকর্ম বিভাগের সান্ধ্যকালীন স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে ভর্তি হন তিনি। আর তাতেই এমন চমক লাগানো ফল করলেন এই বৃদ্ধ।