ই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর, দেখে নিন এক নজরে
- এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
- বিশ্বের কোথায় কি হচ্ছে
- নজরে এখন গোটা বিশ্ব
- দেখে নিন এক নজরে বিশ্বের কিছু বড় খবর
লিবিয়ায় ফের নৌকাডুবি। নৌকাডুবি হয়ে সেখানে মৃত্যু হল ৭৪ জনের। ৪৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে উপকূল রক্ষা বাহিনী। জানা গিয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১২০ জন শরণার্থী ওই নৌকায় চেপে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। বন্দর শহর খোসমার উপকূলের কাছে গিয়ে নৌকাটি ডুবে যায়। গত অক্টোবর থেকে এই নিয়ে লিবিয়ার উপকূলে মোট ৮ টি নৌকাডুবি ঘটনা সামনে এল। পৃথিবীর দিকে ধেয়ে আসছে অতিকায় গ্রহাণু। যা আয়তনে প্রায় কুতুব মিনারের দ্বিগুণ। নভেম্বর মাসের ১৪ তারিখে এই মহাজাগতিক বিস্ময় দেখবে পৃথিবী। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে নাসা। মোট দুটি গ্রহাণু দেখা যাবে বলে জানিয়েছে নাসা, যার একটির নাম অ্যাসট্রয়েড ২০২০ টিবি৯ এবং অ্যাসট্রয়েড ২০২০ এসটি১। তিব্বত থেকে বৌদ্ধ ধর্ম সরাতে চাইছে চিন। সেখানকার মানুষদের মন থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী চিন্তা ধারা সরিয়ে দিতে চাইছে বলে জানিয়েছেন তিব্বতের বাসিন্দারা। আর এমনটা করছে চিনের শি জিনপিংয়ের প্রশাসন। এমনকি তাদের তাদের ওপর অত্যাচারও চলছে বলে শোনা যাচ্ছে। তবে এইসব নিয়ে মুখ খুলতে চাইছেননা সেখানকার বাসিন্দারা। পাকিস্তান সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নাওয়াজ শরিফের। চৌধুরি সুগার মিলস মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। গত বছরই তাঁকে গ্রেফতার করা হয়। সেখানে জেলে তাঁর সঙ্গে কেমন আচরণ করা হয়েছে তারই ব্যখ্যা দিলেন তিনি। তিনি জানিয়েছেন জেলে তাঁর বাথরুমে পর্যন্ত ক্যামেরা লাগানো ছিল। তিনি একটি সাক্ষাৎকারে এও জানিয়েছেন পাকিস্তানে একজন মহিলাও সুরক্ষিত নন। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলেন বাংলাদেশের কিশোর সাদাত রহমান। সাইবার বুলিং ও সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষিত করতে সে কাজ শুরু করে। আর তাতেই সে এই পুরষ্কার পেল। ১৭ বছরের এই কিশোরকে নেদারল্যান্ডসের একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরষ্কৃত করা হয়। করোনার কারণে এই অনুষ্ঠান অনলাইন সম্প্রচার করা হয়েছে।