নজরে এই মুহূর্তের বিশ্বের ৫টি বড় খবর
- এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
- বিশ্বের কোথায় কি হচ্ছে
- নজরে এখন গোটা বিশ্ব
- এক নজরে বিশ্বের কিছু বড় খবর
রাশিয়ায় শুরু হতে চলেছে গণ করোনা টিকা প্রদান। বুধবার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই নির্দেশ দিয়েছেন। আগামী সপ্তাহ থেকেই এই টিকা দেওয়া শুরু হবে সেখানে। রাশিয়ায় প্রতিদিন করোনা আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হচ্ছে। নতুন রেকর্ডে এক দিনে সেখানে মৃত্যু হয়েছে ৫৮৯ জনের। যা চিন্তায় ফেলেছে রাষ্ট্রপতিকে। আর সেই কারণেই সেখানে গণ করোনা টিকা প্রদান শুরু হবে আগামী সপ্তাহ থেকেই। জলবায়ু পরিবর্তন রেকর্ডে তিনটি উষ্ণতম বছর উঠে এসেছে। যার মধ্যে একটি ছিল ২০২০। এখনও পর্যন্ত ২০২০ সালটিকে বিশ্বের দ্বিতীয় উষ্ণতম সাল বলে জানানো হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ২০১০ এবং ২০২০ সবচেয়ে উষ্ণতম দশক হসিবে নতুন রেকর্ড তৈরি করেছে। গালওয়ান সংঘর্ষের পরিকল্পনা করছিল চিন এমনটাই জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শীর্ষ মার্কিন কমিশন জানিয়েছে জুন মাসে গালওয়ান ভ্যালিতে সংঘর্ষের পরিকল্পনা করেছিল চিন। ১৫ জুন যেখানে ২০ জন ভারতীয় সৈনিকের মৃত্যু হয়। যাতে চিনেরও ক্ষতি হয়েছিল, আর এমনটাই এখন জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছিল চিন সে কথাও জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে এক দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ২৭০০ জনের। বুধবার সন্ধ্যা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২,৭০০ ছাড়িয়ে গিয়েছে। এপ্রিল মাসের পর এই দিনই করোনা আক্রান্ত হয়ে মৃতের হার সবথেকে বেশি ছিল। ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৫,১২১ জন, এমনটাই জানিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে টেরিঙ্ক এই কথা জানিয়েছেন। বুধবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের নিয়ে একটি অনুষ্ঠান হয়। 'ডিকাব টক' নামক এই অনুষ্ঠানে তিনি এই কথা ঘোষণা করেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চান আর, তাই তাদের পাশে একসঙ্গে সবাইকেই থাকতে হবে।