নজরে এই মুহূর্তের বিশ্বের ৫টি বড় খবর
- এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
- বিশ্বের কোথায় কি হচ্ছে
- নজরে এখন গোটা বিশ্ব
- এক নজরে বিশ্বের কিছু বড় খবর
ব্রিটেনে শুরু হচ্ছে করোনার টিকা প্রয়োগ। ৮৭ বছরের এক ভারতীয়ের ওপরেই সেখানে প্রথম প্রয়োগ করা হচ্ছে করোনা টিকা। মঙ্গলবার নিউক্যাসেলের একটি হাসপাতালে তাঁকে ফাইজারের করোনা টিকাটি দেওয়া হবে বলে জানা গিয়েছে। ৮৭ বছরের এই প্রৌঢ়ের নাম হরি শক্লা। ব্রিটেনের রাষ্ট্রপতি বরিস জনসন করোনা টিকা প্রদানের দিনটিকে ভি-ডে বা ভ্যাক্সিন ডে হিসেবে ঘোষণা করেছেন। জো বাইডেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে জাভিয়ের বেরেরাকে মনোনীত করতে চলেছেন। সেই সঙ্গেই তিনি করোনা মহামারি মোকাবিলার জন্য একটি দল গঠন করতেও চলেছেন। পাশাপাশি বাইডেন চিকিৎসক এবং প্রাক্তন সার্জেন বিবিক মূর্তিকে সার্জেন জেনারেল হিসেবে নিযুক্ত করতে চলেছেন। আফগানিস্তানে বিমান হামলায় নিহত বেসামরিক সদস্য সংখ্যা বেড়েছে ৩৩০ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষা থেকে এমনই তথ্য উঠে এসেছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্ট অনুসারে ২০১৯ সালে বেসামরিক বাহিনির ৭০০ জন মারা গিয়েছেন। ২০০১ সালের মার্কিন হামলার পর সেই বছরেই সব থেকে বেশি সংখ্যক মানুষ মারা গিয়েছিলেন। সেই সংখ্যাই এবার ৩৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাইডেনের রাজত্বে এবার আসতে চলছেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা সচিব। এমনটাই এখন শোনা যাচ্ছে। কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে কৃষ্ণাঙ্গ মানুষরা তাদের অধিকারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছিল সেখানে এবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব হতে চলেছেন একজন কৃষ্ণাঙ্গ। যদি অবসরপ্রাপ্ত সেনা লয়েড অস্টিন সেখানকার প্রতিরক্ষা সচিব হন তবে তিনিই সেখানকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা সচিব হবেন। শিশু সুরক্ষায় এবার কাউন্সেলিংয়ের পরিকল্পনা করছে বাংলাদেশ। বাংলাদেশের সংবাদ সংস্থা 'প্রথম আলো' -র হত ধরেই উঠে এসেছে এই তথ্য। সোমবার একটি ভার্চুয়াল আলোচনা সভার মধ্যে দিয়ে এই সমস্ত তথ্য উঠে আসে। আলোচনায় অংশ নেওয়া বক্তাদের কথায় কোনও শিশু যদি অনলাইন সহিংসতার শিকার হয় তবে সে যেন তার বাবা-মায়ের সহযগিতা পায়।