নজরে এই মুহূর্তের বিশ্বের ৫টি বড় খবর

  • এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
  • বিশ্বের কোথায় কি হচ্ছে 
  • নজরে এখন গোটা বিশ্ব
  • এক নজরে বিশ্বের কিছু বড় খবর  
/ Updated: Dec 24 2020, 01:40 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রয়াত বিখ্যাত মডেল স্টেলা টেন্যান্ট। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। বুধবার তার পরিবারের তরফ থেকে ঘোষণা করা হয় তাঁর মৃত্যু সংবাদ। স্টেলা টেন্যান্ট ১৯৯০ -এর দশকের অন্যতম নামকরা ক্যাটওয়াক মডেল ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমেছে। তবে কি ভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি।  চিনের অধিকাংশ মানুষই অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন। একটি প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। চিনের জনগনের ৫০ শতাংশ মানুষ এই সমস্যায় ভুগছেন বলে জানা গিয়েছে। ২০০২ সাল থেকে এই পরিসংখ্যান বেড়েছে অনেকটাই। সেই সময় মাত্র ২৯% প্রাপ্তবয়স্কর ওজন বেশি ছিল, যা এখন বেড়ে হয়েছে ৫০ শতাংশ। ইতালির সরকার কলোসিয়ামের মেঝে পুননির্মাণের ব্যবস্থা করছে। এর জন্যই বিশিষ্ট ইঞ্জিনিয়ারদের নিয়োগ করার সিদ্ধান্ত নিচ্ছে সেখানকার প্রশাসন। পুরোনো শোভা ফেরাতেই এই ব্যবস্থা করছে ইতালির প্রশাসন। প্রকল্পটির মোট বাজেট ১৮.৫ মিলিয়ন ইউরো। আগামী বছরেই শুরু হতে পারে এই কাজ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক রক্তের ব্রেসলেটে জুড়ে রয়েছে। যা বার বার প্রমাণিত হয়েছে। আর সেই সম্পর্কই আরও মজবুত করতে "ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তার জল নিয়ে সমস্যার বিষয়টি শীঘ্রই সমাধান করা হবে"। বুধবার এই কথা ঘোষণা করা হয়েছে। যা নতুন করে আশার আলো দেখাচ্ছে। মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ২৬ জনকে ক্ষমা করলেন। সেই তালিকায় নাম রয়েছে তাঁর দীর্ঘ দিনের বন্ধু রজার স্টোন, প্রাক্তন প্রচার সভাপতি পল ম্যানাফোর্ট এবং হোয়াইট হাউজের বরিষ্ঠ চেয়ারম্যান জর্ড কুশনারের বাবা চার্লসের। ট্রাম্প এই তালিকায় তাদেরই নাম রেখেছেন যারা তাঁর ঘনিষ্ঠ ও পারিবারিক বন্ধু। এই তালিকায় নথিভুক্ত সকলেই কোনও অপরাধ করে থাকলে তা খরিজ হয়ে যাবে। রাষ্ট্রপতি পদ ছাড়ার আগে সকলেই নিজের ক্ষমতা বলে এই রকম সিদ্ধান্ত নিয়ে আসছেন।