এই মুহূর্তে বিশ্বের ৫ টি বড় খবর

  • এই মুহূর্তে বিশ্বের ৫টি বড় খবর
  • বিশ্বের কোথায় কী হচ্ছে 
  • নজরে এখন গোটা বিশ্ব
  • এক নজরে বিশ্বের কিছু বড় খবর
/ Updated: Jun 04 2021, 02:42 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনার এই অতিমারির পরিস্থিতিতে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে খাদ্য-সামগ্রীর দাম।  এমনই এক তথ্য এবার উঠে এল সামনে। গত দশ বছরের মধ্যে চলতি বছরের মে মাসে খাদ্য-সামগ্রীর দাম ছিল সব থেকে বেশি। এমনটাই দাবি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বা এফএও -এর। বেড়াল এবং পায়রা ছড়াচ্ছে করোনা, এমনটাই মনে করছেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং। চিন থেকে সীমান্ত পেরিয়ে এই দুই নিরীহ প্রাণী নাকি করোনা ছড়াচ্ছে, এমনটাই ধারণা তাঁর। সেই কারণেই উত্তর কোরিয়ায় বেড়াল এবং পায়রা মেরে ফেলার আদেশ দিয়েছেন তিনি। কিছু বছর আগেও বিরাজোত গ্রামের বেশির ভাগ বাড়ি ছিল কাঁচা। এখন সেই গ্রামের ছবি ক্রমশ বদলাচ্ছে। কাঁচা বাড়ি থেকে এখন সেখানে অধিকাংশ বাড়ি পাকা হয়েছে। বাংলাদেশের সাতমেরার বিরাজোত গ্রামের এই বদল এসেছে চা চারা বিক্রি করেই। ট্রাম্পের পথে হেঁটেই আরও বেশ কিছু চিনা সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে জো বাইডেন। চিনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন বেশ কিছু প্রযুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে মার্কিন বিনিয়োগ বন্ধ করতে চলেছে বাইডেন। বৃহস্পতিবার থেকে ইতালিতে শুরু হয়েছে ১২ উর্দ্ধদের টিকাকরণ।  ইওরোপীয় দেশগুলির মধ্যে এই ইতালি করোনার দ্বারা সব থেকে বেশি ক্রতিগ্রস্ত হয়েছিল। সেখানেই এবার শুরু হল ১২ উর্দ্ধদের করোনা টিকাকরণ। গত সপ্তাহেই ইউরোপীয় মেডিসিন সংস্থা ১২-১৫ বছর বয়সীদের জন্য টিকাকরণের অনুমোদন দিয়েছিল।