দুঃসময়ে ইউক্রেনের মানুষের পাশে ইউক্রেন বংশোদ্ভূত কানাডিয়ান মহিলা
এখনও ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। ইউক্রেন ছাড়তে মরিয়া সেখানকার মানুষ। তাঁদেরকে সাহায্য করতেই ঝাপিয়ে পড়েছেন এক মহিলা। সেবচ্ছাসেবী হিসাবে বিমানবন্দরে দোভাষির কাজ করছেন তিনি।
এখনও ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। ইউক্রেন ছাড়তে মরিয়া সেখানকার মানুষ। নিজেদের প্রাণ বাঁচাতে সকলেই অন্যত্র চলে যাচ্ছে সেখান থেকে। আর যারা এই ইউক্রেন থেকে অন্যত্র চলে যাচ্ছেন তাঁদেরকে সাহায্য করতেই ঝাপিয়ে পড়েছেন এক মহিলা। সেবচ্ছাসেবী হিসাবে বিমানবন্দরে দোভাষীর কাজ করছেন তিনি। তবে শুধু দোভাষীর কাজই নয় এছাড়াও আরও নানাভাবে মানুষকে সাহায্য করছেন তিনি। ইউক্রেনের এই পরিস্থিতিতে আতঙ্কিত সেখানকার মানুষ তাই বিমানবন্দরে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। যতরকম ভাবে সাহায্য করা যায় নিজের সাহায্যের হাত সর্বদাই বাড়িয়ে দিচ্ছেন তিনি। ইউক্রেন বংশোদ্ভূত এই মহিলা এখন থাকেন কানাডায়। তবে মানুষের পাশে থাকতে কানাডা থেকে পোল্যান্ডে পৌঁছিয়ে গিয়েছেন তিনি। তিনি একাধিক ভাষা জানেন তাই মানুষকে সহজেই সাহায্য করতে পারছেন। তাঁদের কী প্রয়োজন তা জেনে সেই ভাবেই মানুষের দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। মানুষদের কীভাবে সাহায্য করছেন তিনি, জানালেন সেকথা। এশিয়ানেটের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তিনি। তবে সেই সঙ্গেই তিনি জানান, চিন এবং ভারত ইউক্রেনের পাশে নেই। ভারত এবং চিনকে ইউক্রেনের পাশে থাকার কথা বললেন তিনি।