Asianet News BanglaAsianet News Bangla

আগ্নেয়াস্ত্র হাতে তালিবানদের পার্লামেন্ট দখল, দেখে নিন ভাইরাল ভিডিও

Aug 16, 2021, 10:13 PM IST

২০ বছর পর ফের তালিবানদের দখলে আফগানিস্তান। তালিবানদের দখলে যেতেই অফগানিস্তান ছাড়ার হুড়োহুড়ি পড়ে যায় সেখানকার সাধারণ মানুষের। একের পর এক ভয়াবহ ভিডিও উঠে আসতে থাকে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আফিগানিস্তানের রাষ্ট্রপতি ভবনে তালিবানরা। পার্লামেন্টেও দেখা যায় তালিবানদের। আগ্নেয়াস্ত্র হাতে তালিবানদের পার্লামেন্ট দখল করতে দেখা যায় একটি ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ভিডিও।