যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে ২৪ কিমি পায়ে হাঁটা, খারকিভ থেকে পোল্যান্ড আসার দুঃসাহসিক কাহিনি শোনালেন দুই ছাত্রী
মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে রকেট-ক্ষেপণাস্ত্র। তবু ভয় পেয়ে থমকে যাননি ভারতীয় ছাত্র-ছাত্রীরা। খারকিভ থেকে পোল্যান্ডে পৌঁছনোর ভয়াবহ কাহিনি। এশিয়ানেট নিউজের এক্সক্লুসিভ কভারেজ। ইউক্রেনের ওয়ার জোনে এশিয়ানেট নিউজ। প্রতিনিধি প্রশান্ত রেঘুবসম-এর বিশেষ প্রতিবেদন। সামনে এল দুই ছাত্রীর ভয়াবহ অভিজ্ঞতার কাহিনি।
মাথায় উপর দিয়ে উড়ে যাচ্ছে রকেট। দূরে কোথাও বিশাল আওয়াজ করে ফেটে উঠছে ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে সাইরেনের আওয়াজ। লোকের আর্তনাদ। আর তারই মধ্যে দিয়ে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতীয় ছাত্র-ছাত্রীরা। পৌঁছতে হত সীমান্তে। সেখান থেকে পোল্যান্ডের ভূখণ্ড। আর তারপর ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে শেল্টারহোমে। এখান থেকেই তারপরে দেশের উদ্দেশে যাত্রা। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত এলাকার মধ্যে দিয়ে যেতে যেতে এক এক সময় মনে হচ্ছিল আর বোধহয় বাড়িটা ফেরা হল না। রাস্তার মাঝেই হয় কোনও রকেট বা ক্ষেপণাস্ত্র তাঁদের নাম লেখা রয়েছে। পোল্যান্ডের শেল্টারহোমে এশিয়ানেট নিউজের সামনে এমনই এক কাহিনি তুলে ধরলেন দুই ভারতীয় ছাত্রী। এশিয়ানেট নিউজের প্রতিনিধি প্রশান্ত রেঘুবসম-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওই ছাত্রী জানিয়েছেন দূতাবাসের নির্দেশিকা আসার পরই তাঁরা পড়িমরি করে খারকিভ ছাড়তে থাকেন। মাঝ রাস্তায় শেলিং-এর মুখে যখন তাঁরা পড়ে গিয়েছিলেন তখন ইউক্রেনিয়ান সেনারাই তাঁদের আশ্রয় দিয়েছিলেন।