কিছুতেই ঘুঁচছে না ব্যবধান, আরও পিছিয়ে পড়ল ভারত, পাকিস্তান ঠেকেছে তলানিতে

  • লিঙ্গ বৈষম্য ক্রমেই বাড়ছে ভারতে
  • লিঙ্গ ব্যবধান সূচকে ভারত আরও নেমে গেল
  • বর্তমানে এই তালিকায় ভারতের স্থান ১১২তম
  • তালিকার শীর্ষে রয়েছে আইসল্যান্ড

 

/ Updated: Dec 19 2019, 02:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লিঙ্গ বৈষম্য ক্রমেই বাড়ছে ভারতে। রাজনৈতিক থেকে অর্থনৈতিক - বিভিন্ন ক্ষেত্রেই এখনও ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের প্রতিনিধিত্ব নগন্য। এরফলে ফের বিশ্ব অর্থনৈতিক ফোরাম-এর 'জেন্ডার গ্য়াপ ইনডেক্স' বা লিঙ্গ ব্যবধান সূচকে ভারত ৪ ধাপ নেমে গেল। বর্তমানে এই তালিকায় ভারতের স্থান ১১২তম। আরও একবার এই তালিকার শীর্ষে রয়েছে আইসল্যান্ড। এই তালিকায় কিন্তু ভারতের আগে রয়েছে চিন, শ্রীলঙ্কা, নেপাল, ব্রাজিল, ইন্দোনেশিয়া, বাংলাদেশ-এর মতো দেশও। তবে পাকিস্তানের অবস্থা ভারতের থেকেও খারাপ। তালিকায় কোন স্থান পেল তারা?