IPL 2022: সমাপ্তি অনুষ্ঠানে রীতিমত ধামাকা, অংশ নেবেন রণবীর সিং-এআর রহমান

আইপিএলএর বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান। ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ। জানিয়েছেন ৪৫ মিনিটের বিশেষ অনুষ্ঠান হবে। তাতে অংশ নেবেন রণবীর সিং ও এআর রহমান।

Share this Video

আইপিএলএর বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান। ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ। জানিয়েছেন ৪৫ মিনিটের বিশেষ অনুষ্ঠান হবে। তাতে অংশ নেবেন রণবীর সিং ও এআর রহমান। গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হবে। তার আগেই দর্শকদের জন্য থাকছে বিশেষ অনুষ্ঠান। মঙ্গলবারই সৌরভ জানিয়েছিলেন, ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তির জন্য বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই শোতে ভারতের ক্রিকেট জয়যাত্রার কথা তুলে ধরা হবে। এছাড়়াও থাকবে ঝাড়খণ্ডের ছৌনাচ। ১০ সদস্যের একটি দল ইতিমধ্যেই গুজরাট পৌঁছেগেছে। সমাপ্তি অনুষ্ঠানে সৌরভ ও জয় শাহ উপস্থিত থাকবে। দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান হয়েছে। ফাইলানে খেলবে গুজরাট টাইটানস বনাম রাজস্থান রয়্যালস। 

Related Video