Match prediction- ৪ ম্যাচে ৩ হার ও ১টা জয় দুই দলের, চেন্নাই ও পঞ্জাবের লড়াইয়ে এগিয়ে কে

  • আইপিএল-এ লাগাতার হারের বন্যা চলছে চেন্নাই-এর 
  • পরিস্থিতি চেন্নাই-এর পক্ষে এতটাই সঙ্কটের যে রায়নাকে ফেরানোর দাবি উঠেছে
  • বিশেষ করে চেন্নাই-এর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছেন
  • অন্যদিকে কিংস ইলেভেন পঞ্জাব এবার দুরন্ত ক্রিকেট উপহার দিলেও তাদের ঝুলিতে ১ মাত্র জয়

/ Updated: Oct 04 2020, 05:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আজ আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ধোনির চেন্নাই এবং কেএল রাহুলের কিংস ইলেভেন পঞ্জাব। দুই দলই এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে। ১টি মাত্র জয় ছাড়া বাকি ৩টি-তেই হার। চেন্নাই প্রথমে ম্যাচে ভালো পারফরম্যাান্স দেখালেও বাকি ৩টি ম্যাচে তাদের প্রদর্শন একদমই আশাপ্রদ নয়। ধোনির টিমকে বয়সের ভার যে কাবু করেছে তা স্পষ্ট। অন্যদিকে, কিংস ইলেভেন পঞ্জাব এবার শুরু থেকেই দুরন্ত ক্রিকেট উপহার দিয়ে আসছে। তারুণ্যের সংমিশ্রণে তৈরি পঞ্জাব দলকে এবারের আইপিএল-এর সম্ভাব্য চ্যাম্পিয়নদের দলেও ফেলা হচ্ছে। কারণ, দলটা বোলিং এবং ব্যাটিং-এর এক অসামান্য ব্যাল্যান্সিং পেয়ে গিয়েছে। দুটি ম্যাচ শুধু ভাগ্যের কাছে হেরে গিয়েছে পঞ্জাব। সবমিলিয়ে ৩টি ম্যাচে যে পারফরম্যান্ব করেছে তাতে তাদের এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে থাকার কথা ছিল। কিন্তু কথায় আছে ক্রিকেট কখন অসম্ভবকে সম্ভব করে দেয় কেউ জানে না। পঞ্জাবের ক্ষেত্রেও ঠিক তেমনটা ঘটেছে। যার ফলে জয়ের কাছ থেকেও ২টি ম্যাচে তাদের ঘুরে আসতে হয়েছে।