ডুয়ার্সের নদীতে হড়পা বান, বরাতজোরে রক্ষা পেলেন মহিলা

 
  • ডুয়ার্স লাগোয়া ভূটানের পাহাড়ের প্রবল বৃষ্টি
  • নদীতে কাপড় কাচতে নেমে ঘটল বিপত্তি
  • হড়পা বানে আটকে পড়লেন মহিলা
  • স্থানীয়দের তৎপরতা রক্ষা পেলেন তিনি

Share this Video

মুষলধারায় বৃষ্টি চলছে ডুয়ার্স লাগোয়া ভুটানের পার্বত্য এলাকায়। জলপাইগুড়ি নাগরাকাটার কুজি ডায়নায় নদীতে কিন্তু বুধবার সকালে জলস্তর কিন্তু স্বাভাবিকই ছিল। নদীতে কাপড় কাচতে দিয়েছিলেন স্থানীয় এক মহিলা। এরপর ধীরে ধীরে জল বাড়তে শুরু করে এবং শেষপর্যন্ত হড়বা বান আসে। যে মহিলা কাপড় কাচছিলেন, তিনি খরস্রোতা নদীতে আটকে পড়েন! চিৎকার শুনে স্থানীয় দুই যুবক তাঁকে উদ্ধার করেন।

Related Video