ধাক্কার পর ধাক্কা , সিগনালে দুর্ঘটনার কবলে একসাথে পাঁচটি চার চাকার গাড়ি

একটি ট্যাক্সি ব্রেক ফেল করে হটাৎ নিউটাউন টাটা মেডিকেল সিগনালে দাঁড়িয়ে পড়লে পেছনে থাকা আরো চারটি চারচাকা গাড়ি পরস্পরের পিছনে ধাক্কা মারে

/ Updated: Aug 23 2022, 08:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নিউটাউন টাটা মেডিকেল হাসপাতালের সিগনালে পথ দুর্ঘটনা | পথ দুর্ঘটনার কবলে পাঁচটি চার চাকা গাড়ি | একটি ট্যাক্সি ব্রেক ফেল করে সিগনালে দাঁড়িয়ে পড়লে পেছনে থাকা আরো চারটি চারচাকা গাড়ি পরস্পরের পিছনে ধাক্কা মারে বলে পুলিশ সূত্রে খবর | বেশ কয়েকজন অল্পবিস্তার আহত হয়েছে এই ঘটনায় | পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায়