ধাক্কার পর ধাক্কা , সিগনালে দুর্ঘটনার কবলে একসাথে পাঁচটি চার চাকার গাড়ি
একটি ট্যাক্সি ব্রেক ফেল করে হটাৎ নিউটাউন টাটা মেডিকেল সিগনালে দাঁড়িয়ে পড়লে পেছনে থাকা আরো চারটি চারচাকা গাড়ি পরস্পরের পিছনে ধাক্কা মারে
নিউটাউন টাটা মেডিকেল হাসপাতালের সিগনালে পথ দুর্ঘটনা | পথ দুর্ঘটনার কবলে পাঁচটি চার চাকা গাড়ি | একটি ট্যাক্সি ব্রেক ফেল করে সিগনালে দাঁড়িয়ে পড়লে পেছনে থাকা আরো চারটি চারচাকা গাড়ি পরস্পরের পিছনে ধাক্কা মারে বলে পুলিশ সূত্রে খবর | বেশ কয়েকজন অল্পবিস্তার আহত হয়েছে এই ঘটনায় | পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায়