২৮ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে ছিল আর ফেরেনি, স্বামীর স্মৃতি আগলেই দিন কাটছে মিতালী -র
১৯৯৩ সালের ২১ শে জুলাই, বিহারী লাল পাল স্ট্রীটের বাড়ি থেকে স্ত্রী মিতালী রায় কে কাজে যাচ্ছি বলে বেরিয়ে যান বিশ্বনাথ রায়। তারপরে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। আজও স্বামীর স্মৃতি আগলে বসে রয়েছেন মিতালী রায়। শহিদ দিবসের আগে স্বামীর স্মৃতি আগলে বসে থাকতে দেখা গেল তাঁকে। শুধু মিতালী দেবী নন রাজীব রায়ও ভুলতে পারেনি এখনও সেই দিনটার কথা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁদের পাশে সবসময় থেকেছেন সে কথাও তিনি জানালেন।
১৯৯৩ সালের ২১ শে জুলাই, বিহারী লাল পাল স্ট্রীটের বাড়ি থেকে স্ত্রী মিতালী রায় কে কাজে যাচ্ছি বলে বেরিয়ে যান বিশ্বনাথ রায়। তারপরে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। আজও স্বামীর স্মৃতি আগলে বসে রয়েছেন মিতালী রায়। শহিদ দিবসের আগে স্বামীর স্মৃতি আগলে বসে থাকতে দেখা গেল তাঁকে। শুধু মিতালী দেবী নন রাজীব রায়ও ভুলতে পারেনি এখনও সেই দিনটার কথা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁদের পাশে সবসময় থেকেছেন সে কথাও তিনি জানালেন।