School re-open: ২০ মাস পরে স্কুলমুখী ছাত্র-ছাত্রীরা, শুরু ক্লাস

আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister) ঘোষণা করেছিলেন ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলে যাবে স্কুল-কলেজ। ১৫ নভেম্বর বিরসা মুন্ডা দিবসের জন্য ওই দিন না খুলে ১৬ নভেম্বর খুলল স্কুল কলেজ। 

/ Updated: Nov 16 2021, 11:56 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister) ঘোষণা করেছিলেন ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলে যাবে স্কুল-কলেজ। ১৫ নভেম্বর বিরসা মুন্ডা দিবসের জন্য ওই দিন না খুলে ১৬ নভেম্বর খুলল স্কুল কলেজ। প্রায় দেড় বছর পর রাজ্যে খুলল স্কুল। কোভিড বিধি মেনেই শুরু ক্লাস। রুবি পার্ক ডিপিএস স্কুলে দেখা গেল এমনই ছবি। মাস্ক পরা মুখের সারি দেখা গেল স্কুলে। করোনা বিধি মেনেই চলছে ক্লাস। স্কুলের পাশাপাশি খুলছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও। তবে স্কুলে যাওয়া বদ্ধতামূল নয়, এমনটাই জানিয়েছেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়েছেন, পড়ুয়াদের স্বাস্থ্য আগে, তাই স্কুলে হাজিরার ব্যাপারে জোরাজুরি করা হবে না। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাসই আপাতত শুরু হয়েছে। করোনা বিধি মেনে স্কুলে মাস্ক বাধ্যতামূলক। সেই সঙ্গেই রাখতে হবে স্যানিটাইজেশনের ব্যবস্থা।