বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, কবে থেকে শুরু হবে বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর
আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। ২৪ থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। বঙ্গের বেশ কিছু জায়গায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন শুষ্ক ওয়েদার থাকবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ২৪ থেকে ২৬ এই সময়টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখ বিশেষ করে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। ২৫ তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। ২৬ তারিখে গিয়ে বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে আবারো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কলকাতার ক্ষেত্রে ও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কোন পরিবর্তন হবে না কিন্তু আগামী পাঁচ দিনে আরও দুটি ডিগ্রী বাড়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৪ থেকে ২৬ এই সময়টাতে ২৫ তারিখে সমস্ত উত্তর বঙ্গের জেলা গুলি তে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আর ঠান্ডা ফিরে আসার কোন সম্ভাবনা নেই।