Asianet News Bangla

লোকাল ট্রেন পরিষেবা চালুর দাবিতে নিত্যযাত্রীদের বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে চলল ইটবৃষ্টি

Jun 24, 2021, 2:33 PM IST

করোনার জেরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। যার জেরে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তারই প্রতিবাদে বুধবার সোনারপুর স্টেশানে দীর্ঘক্ষণ চলে যাত্রীদের বিক্ষোভ। বৃহস্পতিবারও বদলালো না সেই ছবি। বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার শিয়ালদহ দক্ষিণ শাখায়। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে না দেওয়ায় শুরু হয় বিক্ষোভ। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে হামলা চালায় যাত্রীরা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ঘটনাস্থলে জখন বেশ কয়েকজন পুলিশকর্মী।