'অজান্তে' আহিরীটোলা সর্বজনীন সেজে উঠছে দুর্গাপুজোয়
- মা দুর্গার আগমন বার্তায় সেজে উঠেছে চারিদিক
- নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি
- আট থেকে আশি সবাই ইতিমধ্যে মেতে উঠেছে আয়োজনে
- 'অজান্তে' আহিরীটোলা সার্বজনীন এবার তুলে অভিনব কিছু তথ্য
আহিরীটোলার এবারের থিম হল 'অজান্তে'। অজান্তে তো আমরা কত কিছুই হারিয়ে ফেলি এবং পরে তার জন্য ভুক্তভোগী হতে হয়। এরম এক জলজ্যান্ত উদাহরণ হল 'পানীয় জল'। এই থিমের ওপর ই কাজ চলছে মণ্ডপে। গুজরাটের 'রানী কি ভাও' এর মাধ্যমে আহিরীটোলা জানাতে চাইছে যে কিভাবে জল সঞ্চয় করতে হয়। 'রানী কি ভাও' কথাটির অর্থ হল কূপ। সিঁড়ির ধাপে ধাপে গভীরে নেমে গেছে এই কূপ। জল যখন মাটির তলায় নেমে যেতো তখন মানুষ সিঁড়ি বেয়ে নেমে জল তুলে আনত। মূলত সেই বিষয়বস্তুই তুলে ধরা হয়েছে সেখানে।