দিল্লি নয়, নবান্নে গেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়
- সোমবার সকাল ১০টার মধ্যে দিল্লি যাওয়ার কথা ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের
- সেই আদেশই অমান্য করলেন আলাপন বন্দ্যোপাধ্যায়
- দিল্লি না গিয়ে নবান্নে দেখা গেল তাঁকে
- এমনকি আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির আদেশ ফিরিয়ে নেওয়ার জন্যও চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী
মুখ্যসচীব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তরজা এখন চরমে। যশ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী সেই দিনই তাঁর সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর, তবে তা না করেই বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। এরপরেই রাজ্য রাজনীতিতে ওঠে নিন্দার ঝড়। সেই সময়েই আাপন বন্দ্যোপাধ্যায়ের স্থানান্তরের নির্দেশ আসে। দিল্লিতে তাঁর বদলির নির্দেশ দেয় কেন্দ্র। তারপর থেকে রাজনৈতিক মহলে শুরু হয় তরজা। সোমবার দিল্লিতে যাওয়ার কথা ছিল তবে তা না গিয়ে নবান্নে দেখা গেল আলাপন বন্দ্যোপাধ্যায়কে।