Asianet News BanglaAsianet News Bangla

লোন পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ, পুলিশের জালে ৮

Aug 6, 2021, 12:52 PM IST

লোন পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে তিন জন মহিলাও রয়েছেন। এই চক্রের পান্ডাও একজন মহিলা বলে জানা গিয়েছে। নরেন্দ্রপুর থানায় এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপরেই পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে ৮ জনকে।  কালীঘাট এলাকা থেকে শাহরুখ হেলা, বিশাল বাল্মিকী, অভিষেক নন্দী, বেবি সিং, অরুন কুমার দাস, ফাল্গুনী টক্কর, টিঙ্কা দেবী ও বেহালা থেকে বাবু রহমান নামে মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শুক্রবার বারুইপুর আদালতে তোলা হয়। 

Video Top Stories