কোভিড বিধি শিকেয় তুলে মিছিল করে পুরভোটের মনোনয়ন পেশ

করোনা রুখতে বিধি নিষেধ জারি হয়েছে রাজ্যে। কোভিড বিধি শিকেয় তুলে পুরভোটের মনোনয়ন পেশ। মনোনয়ন পেশের সময় দেখাগেল মানুষের ভিড়। করোনা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়দেব নস্করের বিরুদ্ধে অভিযোগ।

/ Updated: Jan 03 2022, 03:17 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনার জেরে কড়া বিধি নিষেধ জারি হয়েছে রাজ্যে। বিধাননগর পুরভোটে মনোনয়ন পেশ করার সময় করোনা বিধি লঙ্ঘনের অভিযোগ। বিধাননগর প্রশাসনিক ভবনে চলছে মনোনয়ন পেশ। বিধাননগর পৌর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়দেব নস্করের বিরুদ্ধে। অভিযোগ বিধাননগর মহকুমা শাসকের দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে তিনি মিছিল করে নমিনেশন জমা দিতে আসেন। কিন্তু বেশিরভাগ কর্মী সমর্থকদের মুখে মাস্ক ছিল না। এমনকি ৩৫ নম্বর ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের প্রার্থী জয়দেব নস্করের মুখে মাস্ক ছিল না। তাদেরকে আটকে দেয় বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। এরপর নিজে একাই বিধাননগরের মহাকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিতে যান তিনি। জয়দেব নস্করের দাবি, আমি কাউকে নিয়ে আসিনি। শুধুমাত্র, সল্টলেকের মানুষ হাজির হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে। প্রত্যেকেই মাস্ক পরে এসেছেন, করোনা বিধি মেনে, স্যানিটাইজ করে এসেছেন বলে দাবি করেন তিনি। বিধাননগর পৌরনিগম নির্বাচনের আজ নমিনেশন জমা দেওয়ার শেষ দিন সকাল থেকে ভিড় জমতে শুরু করে প্রশাসনিক ভবনের সামনে করোনার সংক্রমণ এর কথা মাথায় রেখে ভিড় জমতে দেওয়া হচ্ছে না প্রশাসনিক ভবনের সামনে তাই পুলিশের পক্ষ থেকে অতি উৎসাহী মানুষদের সরিয়ে দেয়া হলো শুধুমাত্র জিনি প্রার্থী তার সাথে আরও দুজন কে প্রশাসনিক ভবনে এলাও করা হচ্ছে  বেশি লোকজন জড়ো হলে তাদের সরিয়ে দিচ্ছে পুলিশ।