ছট পুজোর জন্য কৃত্রিম জলাশয়, পরিদর্শনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

  • ছট পুজোর জন্য কৃত্রিম জলাশয় প্রিন্স আনোয়ার শাহ রোডে
  • কৃত্রিম জলাশয় পরিদর্শন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম 
  • হাই কোর্টের নির্দেশ অনুসারে এবছর রবীন্দ্র সরোবর বন্ধ থাকছে
  • আর সেই কারণেই কলকাতা পৌরসভার পক্ষ থেকে এই নয়া উদ্যোগ
/ Updated: Nov 19 2020, 12:52 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ছট পুজোর জন্য কৃত্রিম জলাশয় প্রিন্স আনোয়ার শাহ রোডে। কৃত্রিম জলাশয় পরিদর্শন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। হাই কোর্টের নির্দেশ অনুসারে এবছর ছট পুজোয় বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর। তাই যারা ছট পুজো করবেন তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন বলে তিনি জানিয়েছেন। এ বছর মোট ৪৪ টি ঘাট করা হয়েছে ছট পুজোর জন্য। যে সমস্ত মানুষ এই পুজো করবেন তাদের জন্য এই কৃত্রিম জলাশয় এর ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে ১৬ টি কৃত্রিম জলাশয় রয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এবং কলকাতা পৌরসভার পক্ষ থেকে সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয় যেখানে কৃত্রিম জলাশয় থাকছে তার পাশে বায়ো-টয়লেট, চেঞ্জিং রুমের ব্যবস্থাও থাকছে বলে তিনি জানিয়েছেন।এছাড়া বিভিন্ন সংগঠনও থাকছে ।তাদের পক্ষ থেকে দর্শনার্থীদের পুণ্যার্থীদের প্রাতরাশ এবং অন্যান্য সামগ্রী আয়োজন করার ব্যবস্থা করা হচ্ছে ।যারা ছট পুজো করবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে মাথায় রেখেই এই কৃত্রিম জলাশয় ব্যবস্থা করা হয়েছে ।পরবর্তী সময়ে কৃত্রিম জলাশয় গুলোকে পাকাপাকিভাবে করা যায় কিনা তা নিয়েও পরবর্তীকালে ভাবনা চিন্তা করা হবে বলে দিন মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম।