কাস্ট সার্টিফিকেট জাল করার অভিযোগ, মেডিক্যাল পরীক্ষায় একাধিক বদলের দাবি বাংলা পক্ষ-র

কাস্ট সার্টিফিকেট জালি করার অভিযোগ তুলে প্রতিবাদ। বাংলা পক্ষর তরফ থেকে এই প্রতিবাদ করা হয়। নিট পরীক্ষার্থীদের কাস্ট সার্টিফিকেট জালের অভিযোগ। এছাড়াও একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
 

/ Updated: Mar 12 2022, 08:01 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মেডিক্যাল পরীক্ষায় একাধিক বদলের দাবি বাংলা পক্ষ-র। কাস্ট ও ডোমিসাইল সার্টিফিকেট জালি করে বাংলার রাজ্যের জন্য সংরক্ষিত ৮৫ শতাংশ আসনে বাইরের রাজ্য যেমন বিহার, ইউপি, ঝাড়খন্ড, ওড়িশ্যা, রাজস্থান থেকে ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে। এরকমই একজন যার নাম ওড়িশ্যা ও বাংলা দুই রাজ্যের রাজ্য কোটায় নাম আছে। সেটা কিভাবে সম্ভব? সে ওড়িশ্যায় জেনেরাল ক্যাটেগোরিতে আবেদন করেছে, কিন্তু বাংলায় এসসি ক্যাটেগোরিতে আবেদন করেছে। অর্থাৎ সে কাস্ট সার্টিফিকেট জালিয়াতি করেছে। তার বিরুদ্ধে বিধাননগরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করলো বাংলা পক্ষ। বাংলা পক্ষর তরফে শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি এই অভিযোগ দায়ের করেছেন। বাংলায় মেডিক্যাল কলেজে ভর্তিতে ডোমিসাইল বি বাতিল করতে হবে। যারা কাস্ট সার্টিফিকেট ও ডোমিসাইল জাল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যেসব আধিকারিক এই জাল কাস্ট ও ডোমিসাইল সার্টিফিকেত ইস্যু করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। দুই রাজ্যের রাজ্য তালিকায় নাম থাকা ছেলেমেয়েদের বাংলায় মেডিক্যাল কলেজে ভর্তি বাতিল করতে হবে।