বিধাননগরের প্রাক্তন মেয়রের ওয়ার্ডে ড্রোন, চলছে তল্লাশি
এবছর রাজ্যে জাঁকিয়ে বসেছে ডেঙ্গু। ক্রমেই বাড়েছ আক্রান্তেরল সংখ্যা। ঘটছে প্রাণহানি। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিত। এই অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ড্রোনের উপর ভরসা রাখতে চাইছে বিধাননগর পুরনিগম। বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের ৩১ নম্বর ওয়ার্ডের শুক্রবার ড্রোন উড়িয়ে নদরদারি চালান হয়। মূলত এলাকার বহুতল ও বড় গাছগুলির উঁচু ডালগুলিতে জল জমেছে অথবা মশা ডিম পেড়েছে কিনা তা দেখতেই এই নজরদারি।
এবছর রাজ্যে জাঁকিয়ে বসেছে ডেঙ্গু। ক্রমেই বাড়েছ আক্রান্তেরল সংখ্যা। ঘটছে প্রাণহানি। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিত। এই অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ড্রোনের উপর ভরসা রাখতে চাইছে বিধাননগর পুরনিগম। বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের ৩১ নম্বর ওয়ার্ডের শুক্রবার ড্রোন উড়িয়ে নদরদারি চালান হয়। মূলত এলাকার বহুতল ও বড় গাছগুলির উঁচু ডালগুলিতে জল জমেছে অথবা মশা ডিম পেড়েছে কিনা তা দেখতেই এই নজরদারি।