'রামপুরহাটকাণ্ড মধ্যযুগীয় বর্বরতা' দাবি তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের ডাক বিজেপি-র
রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বঙ্গ রাজনীতি। ঘটনার প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি-র। 'রামপুরহাটকাণ্ড মধ্যযুগীয় বর্বরতা' দাবি গেরুয়া শিবিরের। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
রামপুরহাটের (Rampurhat) ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বঙ্গ রাজনীতি। ঘটনার প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। মুখ্যমন্ত্রীর (Chief Minister) পদত্যাগের দাবিতে বিজেপি-র। 'রামপুরহাটকাণ্ড মধ্যযুগীয় বর্বরতা' দাবি গেরুয়া শিবিরের। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ১০ নাগাদ বোমা হামলায় মৃত্যু হয় তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ-এর। এরপরে রাত বাড়লেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। খবর পেয়ে অশান্তির আঁচ পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। এরপরেই সাত থেকে আটটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বেসরকারি সূত্রে তৃণমূল উপপ্রধানকে ধরে এই ঘটনায় মোট ১৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। বেসরকারি সূত্রে তৃণমূল উপপ্রধানকে ধরে ১৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছে এর মধ্যে ১০ জন মহিলা ২ জন শিশু। কিন্তু রাজ্য পুলিশের ডিজিপি তৃণমূলের উপপ্রধান ছাড়াও মোট ৮ জনের মৃত্যুর কথা ২২ মার্চ দুপুর বেলা নিশ্চিত করেন। এই ঘটনা নিয়েই উত্তায় বঙ্গ রাজনীতি।