'বীরভূমের ছোট মুখ্যমন্ত্রী সকাল থেকেই বাজনা বাজাচ্ছে', রামপুরহাট প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

অগ্নিগর্ভ হয়ে রয়েছে রামপুরহাট (Rampurhat)। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগের দাবি জানিয়ে ওয়াকআউটও করে বিজেপি।

/ Updated: Mar 22 2022, 09:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অগ্নিগর্ভ হয়ে রয়েছে রামপুরহাট (Rampurhat)। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগের দাবি জানিয়ে ওয়াকআউটও করে বিজেপি। শুধু তাই নয় এই ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা বলতেও শোনা যায় বিজেপিকে। মানুষ বাংলায় কতটা সুরক্ষিত সেই নিয়েও উঠে আসছে প্রশ্ন। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল বঙ্গ রাজনীতি। ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপালও। রাজ্যে হিংসা এবং অনাচার চলছে, এমনটাও বলতে শোনা গিয়েছে রাজ্যপালকে। রামপুরহাটের এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই ঘটনা নিয়েই রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে রাজভবনে যান শুভেন্দু। রাজভবনের সামনে থেকেই নাম না করেই ফিরহাদ এবং অনুব্রতকে বিঁধলেন শুভেন্দু। 'বীরভূমের (Birbhum) ছোট মুখ্যমন্ত্রী সকাল থেকেই বাজনা বাজাচ্ছে', নাম না করেই অনুব্রতকে কটাক্ষ করতে শোনা যায় তাঁকে। কেন্দ্রের হস্তক্ষেপও দাবি করেছেন শুভেন্দু অধিকারী।