রাজ্যে হিংসা-অনাচার চলছে, দাবি রাজ্যপাল-এর

রামপুরহাটকাণ্ডের তীব্রনিন্দা করলেন রাজ্যপাল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা করেন। রামপুরহাটের ঘটনাকে ভয়ঙ্কর ঘটনা বলে ব্যাখ্যা রাজ্যপালের। এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। 

/ Updated: Mar 22 2022, 06:30 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রামপুরহাটের ঘটনাকে (Rampurhat incident) কেন্দ্র করে উত্তাল বঙ্গ রাজনীতি (politics)। রামপুরহাটের ঘটনার তীব্র নিন্দা করতে শোনা গিয়েছে বিজেপি থেকে শুরু করে সিপিএমকে (CPM)। মানুষ বাংলায় কতটা সুরক্ষিত সেই নিয়েও উঠে আসছে প্রশ্ন। এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলছে অধিকাংশ মানুষ। তাঁর শাসনকালেই এমনটা হচ্ছে বলে দাবি বিজেপি (BJP) থেকে শুরু করে সিপিএম-এর। এবার এই ঘটনা নিয়েই নিজের প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রামপুরহাটকাণ্ডের তীব্রনিন্দা করছেন রাজ্যপাল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। রামপুরহাটের ঘটনাকে ভয়ঙ্কর ঘটনা বলে ব্যাখ্যা রাজ্যপালের। এই ঘটনা রাজ্যের ওপর কতটা প্রভাব ফলেছে সেকথাও উঠে আসে তাঁর কথায়। সেই সঙ্গেই এই ভয়ঙ্কর ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। রাজ্যে হিংসা এবং অনাচার চলছে, এমনটাও বলতে শোনা গিয়েছে রাজ্যপালকে। মুখ্য সচিবের কাছে এই ঘটনার বিষয়ে সমস্ত তথ্য চেয়েছেন ধনখড়, জানিয়েছে রাজ্যপাল।