বিধানসভার বাইরে গান গেয়ে ঝালমুড়ি বিক্রি করে, অভিনব প্রতিবাদ বিজেপি বিধায়কদের


বিধানসভার বাইরে অভিনব বিক্ষোভ BJP র। ঘুগনি, মুড়ি, চা নিয়ে বিক্ষোভ বিরোধীদের। মুখ্যমন্ত্রীর পুজোয় ঝালমুড়ি বিক্রির মন্তব্যকে কটাক্ষ করে এই প্রতিবাদ তাদের। বিজেপি নেতা মন্ত্রীরা জানান, "চাকরীপ্রার্থীদের প্রতি মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য  মন্তব্য অন্যায়।"

/ Updated: Sep 22 2022, 08:07 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিধানসভার বাইরে অভিনব বিক্ষোভ প্রতিবাদ বিজেপি-র |  ঘুগনি, মুড়ি, চা নিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের |  মুখ্যমন্ত্রীর পুজোয় ঝালমুড়ি বিক্রির মন্তব্যকে কটাক্ষ করে এই প্রতিবাদ | বিজেপি নেতা মন্ত্রীরা জানান, "চাকরীপ্রার্থীদের প্রতি মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য অন্যায়।" এদিনের প্রতিবাদে সামিল হয়েছিলেন চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ, মনোজ টিগ্গা অগ্নিমিত্রা পল সহ একাধিক বিধায়ক | এক বিধায়ক আবার বাংলাদেশের এক গানের প্যারডি করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ও করলেন