শিক্ষকদের বেতন থেকেও কাটমানি খাচ্ছে সরকার, অভিযোগ দিলীপ ঘোষের
পার্শ্ব শিক্ষকদের বেতন থেকেও কাটমানি খাচ্ছে রাজ্য সরকার। নিজেদের ৪০ শতাংশ থেকে কাটমানি খেয়েও পেট ভরছে না। কেন্দ্রীয় সরকারের ৬০ শতাংশ থেকেও কাটমানি খেতে হচ্ছে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনে গিয়ে এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
পার্শ্ব শিক্ষকদের বেতন থেকেও কাটমানি খাচ্ছে রাজ্য সরকার। নিজেদের ৪০ শতাংশ থেকে কাটমানি খেয়েও পেট ভরছে না। কেন্দ্রীয় সরকারের ৬০ শতাংশ থেকেও কাটমানি খেতে হচ্ছে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনে গিয়ে এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ বলেন, রাজ্যের এত ভয়াবহ পরিস্থিতি যে, শিক্ষকদের আন্দোলনের জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। শিক্ষকরা নিজেদের ন্যায্য দাবির জন্য আন্দোলনে বসলে তাঁদের মেরে উঠিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রীকে এক প্রশ্ন করলে তিনি আরেক উত্তর দিচ্ছেন। ওনার মতো এত অসহায় লোক মনে হয় আর কেউ নেই। রাজ্য়ে গণতন্ত্রের কোনও পরিবেশ নেই।