বিজেপি-র পুরসভা অভিযানে ধুন্ধুমার, পাল্টা লাঠিচার্জ পুলিশের, দেখুন ভিডিও
- কলকাতায় বিজেপি যুব মোর্চার পুরসভা অভিযানে তুলকালাম
- পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের
- পাল্টা লাঠিচার্জ, জল কামান পুলিশের
বিজেপি যুব মোর্চার কলকাতা পুরসভা অভিযানকে কেন্দ্র করে সেন্ট্রাল অ্যাভিনিউতে ধুন্ধুমার। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার ব্যর্থতার অভিযোগে এ দিন পুরসভা অভিযানের ডাক দিয়েছিল যুব মোর্চা। পুরসভায় গিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। বিজেপি- র মিছিল আটকাতে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। সেন্ট্রাল অ্যাভিনিউ- এর উপরে ব্যারিকেড করে বিজেপি- র মিছিল আটকানোর চেষ্টা করা হয়।
মিছিলে থাকা বিজেপি সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। দু' এক জায়গায় ব্যারিকেড ভেঙেও যায়। মিছিল আটকাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। জল কামানও ব্যবহার করা হয়। প্রতিবাদে রাস্তার উপরেই আগুন জ্বালিয়ে দেন বিজেপি সমর্থকরা। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন বিজেপি কর্মী, সমর্থক আহত হয়েছেন বলে খবর। বিজেপি নেতা দেবজিৎ সরকার, রীতেশ তিওয়ারিদের গ্রেফতার করে পুলিশ। আবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ।