নতুন রুট ঠিক করল সরকার, টালা ব্রিজ এড়িয়ে চলবে সব বাস, দেখুন ভিডিও
- ঘুরপথে বাস চালানোর সিদ্ধান্ত নিলেন মালিকরা
- আর্থিক ক্ষতির জন্য বন্ধ ছিল অনেক বাস
টালা সেতু বন্ধের পর যে হয়রানির মুখে পড়েছিলেন নিত্যযাত্রীরা, তা কিছুটা কমার সম্ভাবনা দেখা দিল। মোট তেরোটি রুটের বাস এবং মিনিবাসকে হয় ঘুরপথে নয় রুট সংক্ষিপ্ত করে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।
টালা ব্রিজ দিয়ে যাতায়াতকারী বাসগুলিকে বিকল্প পথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সরকারের ঠিক করে দেওয়া রুটে বাস চালাতে গিয়ে বিপুল আর্থিক ক্ষতির অভিযোগ করেন বাস মালিকরা। এর ফলে টালা সেতু দিয়ে যাতায়াতকারী অধিকাংশ রুটের বাস এবং মিনিবাস চালানোই বন্ধ করে দিয়েছিল মালিকপক্ষ। ফলে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। এই অবস্থায় সমস্যা সমাধানে ফের রাজ্য সরকার এবং পুলিশের সঙ্গে আলোচনা শুরু হয় বাস মালিকদের। সেখানেই নতুন রুটে বাস চালানোর সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দেয় পুলিশ।