মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথায় কাজ হয়নি, সমস্যা সমাধানে রাজ্য়পালের দ্বারস্থ বাস সংগঠন

  • লকডাউনে বাসভাড়া বৃদ্ধির দাবি করে কাজ হয়নি
  •  মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠকেও মেলেনি সামধানসূত্র
  •  একাধিক দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ বাসমালিক সংগঠন

/ Updated: Aug 04 2020, 07:23 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লকডাউনের পর বাসভাড়া বৃদ্ধি, ডিজেলের দাম কমানো, ব্যাংকের কিস্তি মাফ করা সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে আজ রাজ্যপালের দ্বারস্থ হলো বাস মালিক সংগঠনগুলো। বাস পরিষেবা চালু রাখতে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাস মালিকরা তার বিবরণ দিয়ে কেন্দ্র সরকারের কাছে আর্জি জানানো হয়েছে রাজ্যপালের মাধ্যমে। লকডাউনের সময় থেকেই রাজ্য সরকারের সঙ্গে ক্রমাগত আলোচনা চালিয়ে গেছে সংগঠনগুলো। যদিও এখনো সমাধান সূত্র অধরা। প্রতি সোমবার নো ডিজেল ডে পালন করছে বাস মালিকরা।