বালিগঞ্জে প্রচারে কেয়া ঘোষ, ঘুরলেন অলিগলি
১২ এপ্রিল রয়েছে বালিগঞ্জে ভোট। বালিগঞ্জের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। কেয়া ঘোষ-এর বিপরীতে সেখানে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। জোর কদমে ইতিমধ্যে ভোটের প্রচার শুরু করেছেন বাবুল সুপ্রিয়। ভোটের প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষও।
১২ এপ্রিল রয়েছে বালিগঞ্জে উপনির্বাচন। বালিগঞ্জের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। কেয়া ঘোষ-এর বিপরীতে সেখানে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। জোর কদমে ইতিমধ্যে ভোটের প্রচার শুরু করেছেন বাবুল সুপ্রিয়। ভোটের প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষও। বালিগঞ্জের অলিগলি ঘুরে ভোটের প্রচার কেয়া ঘোষ-এর। ছাতু গলি বস্তি থেকে শুরু করে অন্যান্য বস্তি এলাকায় প্রচার করতে দেখা গিয়েছে কেয়া ঘোষকে। অন্যদিকে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বাবুল সুপ্রিয়র গান ও ফুটবল খেলা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি কেয়া ঘোষ। জিতলে ২৪ ঘন্টা দিন রাত সাধারণ মানুষের জন্য বিধায়কের অফিস খোলা রাখবেন প্রতিশ্রুতি কেয়া ঘোষের। তবে বাবুল সুপ্রিয়কে অনেক দিন আগে থেকেই প্রচার শুরু করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, প্রচারে বেরিয়ে ফুটবল খেলতেও দেখা গিয়েছে তাঁকে। শুধু ফুটবলই নয় প্রচারের মাঝে গান গাইতেও শোনা গিয়েছে তাঁকে। সব মিলিয়ে এখন জোর কদমে চলছে ভোটের প্রচার ।