ভোর রাতে বেপরোয়া গতি, গাড়ি উল্টে নিউটাউনে মৃত তিন ছাত্র, দেখুন ভিডিও

 

  • নিউটাউনে গাড়ি উল্টে দুর্ঘটনা
  • বেপরোয়া গতির বলি তিন

/ Updated: Nov 12 2019, 02:05 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভোর রাতে শহরের ফাঁকা রাস্তায় বেপরোয়া গতি। আর তাতেই প্রাণ গেল তিন জনের। আহত আরও দুই। মৃত এবং আহত প্রত্যেকেরই বয়স কুড়ি থেকে বাইশের মধ্যে। মঙ্গলবার ভোররাতে নিউটাউনের নারকেলবাগান মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারকেলবাগান মোড় থেকে বিমানবন্দরের দিকে তীব্র গতিত যাওয়ার সময় ইউ টার্ন নিতে যায় গাড়িটি। আর সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে মেট্রোর পিলারে গিয়ে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। গাড়ির ভিতর থেকে মদের বোতলও উদ্ধার হয়েছে বলে খবর। 

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদেরকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত তিন ছাত্রের নাম কৌশ ঝাওয়ার, নিশিদ ঝাওয়ার এবং ময়াঙ্ক জয়সওয়াল। আহত দুই আরোহীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম সরবজিৎ সিং এবং মোহিত জৈন। গাড়ির আরোহীদের মধ্যে একজনের বাড়ি সল্টলেকে বলে জানা গিয়েছে। বাকিরা কলকাতার মানিকতলা এলাকার বাসিন্দা।